ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাণিজ্যমন্ত্রী বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ: জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্যমন্ত্রী বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ: জাপা

জাতীয় পার্টির ক্রমেই সরকার ও মন্ত্রীদের ব‌্যর্থতার কথা সামনে নিয়ে আসছে। আজও প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জিনিসপত্রের দাম বাড়ার প্রসঙ্গ তুলে ধরে বাণিজ‌্যমন্ত্রীকে ব‌্যর্থ হিসেবে উল্লেখ করেছেন। 

জাতীয় পার্টির কাউন্সিল সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকালে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রচার উপ-কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।

সাইফুদ্দিন মিলন বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতা ঢাকতে তিনি এখন বক্তব্য আর বিবৃতি দিয়ে জনগণকে খুশি রাখতে চাইছেন। এতে বাজার আরো লাগামহীন হচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।দ্রব্যমূল্যের উর্দ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়।’

সাইফুদ্দিন মিলন প্রশ্ন রাখেন, ‘বাণিজ্যমন্ত্রী স্বয়ং যদি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিতে মাসখানেক সময় লাগবে, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিভাবে হবে?

মন্ত্রীর এ বক্তব্যে ব্যবসায়ীরা আরো বেশি সুযোগ নিচ্ছে বলেও জানান জাপার এই প্রেসিডিয়াম সদস্য।

সভায় জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনের প্রচার ও প্রসারে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মিলন, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম ওমর, সদস্যবৃন্দ, মো. ইসহাক ভুইয়া, খোরশেদ আলম খুশু, মাসুদুর রহমান চৌধুরী, জি.এম বাবু মন্ডল, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়