ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পোস্টারে দণ্ডপ্রাপ্তের ছবি, ইসির কাছে প্রশ্ন প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোস্টারে দণ্ডপ্রাপ্তের ছবি, ইসির কাছে প্রশ্ন প্রতিমন্ত্রীর

ঢাকা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা আদালতের দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছবি দিয়ে কিভাবে পোস্টার করেছে, নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাচার মেলা মিলনায়তনে ‘জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটে’ আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের’ আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন নিয়ে যখন কথা হচ্ছে, তখন নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লেভেল প্লেয়িং নিয়ে কথা হচ্ছে। আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, মাহবুব আলী আপনি নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা কি বুঝি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা নির্বাচন করবে, সেই নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, সেই নির্বাচন কখনও লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। লেভেল প্লেয়িং তখনই হবে যখন একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে পক্ষের আরেকজন নির্বাচন করবে।’

‘জিয়া, এরশাদ খালেদা জিয়া অনেক চেষ্টা করেছে এই যুদ্ধাপরাধীদের বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য। জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে দণ্ডপ্রাপ্ত আসামি। তার ছবি দিয়ে বিএনপি প্রার্থীরা পোষ্টার করছে। দণ্ডপ্রাপ্ত, অপরাধির ছবি পোস্টারে দিয়ে নির্বাচন করার অধিকার নেই। নির্বাচন কমিশনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, একজন অপরাধির ছবি সংবলিত পোস্টার কিভাবে করা হয়?’

স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করতে হবে উল্লেখ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা স্বাধীনতার সুখ তখনই অনুভব করবো, যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবে। আমরা স্বাধীনতার সুখ তখনই অনুভব করবো যখন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পদার্পন করবে। এই স্বাধীনতার সুখ অনুভব করার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বিএনপি জামায়াত। তাদেরকে শুধু দমন করলে হবে না, নিয়ন্ত্রণ করলে হবে না। তাদের চিরতরে নির্মূল করার মধ্য দিয়ে আমাদের এই নিরন্তর সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গীতিকার সাফাত খৈয়াম, সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান সুলতান।

 

ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়