ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারতে হিন্দু-মুসলমান দাঙ্গার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে হিন্দু-মুসলমান দাঙ্গার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লিতে হিন্দু-মুসলমান দাঙ্গার ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

শুক্রবার জুমার নামাজের আগে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়। মিছিলটি পল্টনমোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলের আগে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা-কর্মীরা মানববন্ধন করে।

অ‌্যাডভোকেট মাহবুব আলম আশরাফীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফ্ফর আহমদ মুজাদ্দেদী, কাজী মুবারক হোসাইন ফরায়েজী, অ‌্যাডভোকেট শাহজাদা মুখতার আহমদ সিদ্দিকি, মাওলানা মুহিউদ্দীন, মুহাম্মদ আবদুল হাকিম, গোলাম কিবরিয়া, আবুল হাশেম, অ‌্যাডভোকেট হেলাল উদ্দীন, ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, যুবনেতা ডা. এস এম সরওয়ার, ওমর ফারুক, জাহিদুর রহমান, সাইফুল আখন্দ প্রমুখ।

মানববন্ধনে নেতারা ভারতে মুসলমানদের ওপর হত‌্যা, নির্যাতন বন্ধের দাবি জানান।


ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়