ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোদি নয়, মুজিববর্ষের বিরোধিতাই বিএনপির লক্ষ‌্য: সেতুমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদি নয়, মুজিববর্ষের বিরোধিতাই বিএনপির লক্ষ‌্য: সেতুমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনকে কেন্দ্র করে বিএনপির বিরোধিতার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, ‘মোদি নয়, মুজিববর্ষ পালনের বিরোধিতা করাই বিএনপির আসল লক্ষ‌্য।’

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা দেখছি, নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে একটি মহল ও বিএনপি বিশৃঙ্খলা তৈরির উসকানি দিচ্ছে। আসলে মুজিববর্ষকে সামনে রেখে বাংলাদেশসহ সারা পৃথিবীতে যে বর্ণাঢ্য আয়োজন চলছে, এটা বিএনপি ও তাদের দোসরদের সহ্য হচ্ছে না।  এজন্য তারা নরেন্দ্র মোদির বিরোধিতার নামে আজকে মুজিববর্ষে বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। ’

ওবায়দুল কাদের বলেন, ‘মুজিববর্ষ উদযাপনের যে জাগরণ সারাদেশে সৃষ্টি হয়েছে, তাতে যেন কোনো অশুভ শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই চক্রান্তকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’

মুজিববর্ষকে কেন্দ্র করে বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, ‘আজকে মির্জা ফখরুল সাহেব ও তাদের দোসররা মোদির ঢাকা আসার বিরোধিতা করতে গিয়ে মুজিববর্ষের বিরুদ্ধে বিষেদাগার করছে।’

নরেন্দ্র মোদি কোনও সাধারণ মানুষ নন মন্তব‌্য করে সেতুমন্ত্রী বলেন, ‘তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধে আমাদের মিত্র দেশ ভারতের জনগণের প্রতিনিধি। তিনি ভারতের জনপ্রতিনিধি হিসেবে এদেশে আসছেন।  মোদি আসার প্রেক্ষাপট দিল্লির সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।’

এ সময় মুক্তিযুদ্ধের সময়ে ভারতের অবদান স্মরণ করিয়ে দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এই বন্ধন রক্তের বন্ধন। ভারতের প্রতিনিধিকে বাদ দিয়ে মুজিববর্ষ উদযাপনের কোনো অর্থ হতে পারে না। ’

বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি মুজিববর্ষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনা তার ঘাম, শ্রম, মেধা দিয়ে সারা বাংলাদেশকে বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে বিএনপি ভয় পায়।’ তিনি বলেন, ‘তাই তারা মনে করছে, মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। এজন‌্য তারা ষড়যন্ত্র করছে।’

মুজিববর্ষের অনুষ্ঠান বিনয় ও আদর্শের চেতনা নিয়ে উদযাপনের জন্য নেতাকর্মীদের দলীয় প্রধানের দিক-নির্দেশনার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে কোনো বাড়াবাড়ি করতে কেউ পারবেন না। মুজিববর্ষের নামে চাঁদাবাজির দোকান যেন কেউ খুলতে না পারে। আমরা যেন বাড়াবাড়ি করে বঙ্গবন্ধুকে ছোট না করি। খুব বেশি বঙ্গবন্ধুপ্রেমী হতে গিয়ে আমরা যেন তার বিশাল ভাবমূর্তিতে কোনো আঁচড় না কাটি।’

পরে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ঢাকার নবনির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের।


ঢাকা/পারভেজ/সাজেদ/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়