ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি: সেতুমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি: সেতুমন্ত্রী

সব বিষয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের মতো মানবিক-সংবেদনশীল বিষয় নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে।’ বুধবার (১১মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর শাখা ও দুই সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে  এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওবায়দুল কাদের বলেন, ‘করোনা ভাইরাসের পস্থিতির সঙ্গে সঙ্গে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ সবার আগে প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয়ভাবে ও সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে হাসপাতাল, বিমানবন্দর সব জায়গায় সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রস্তুতির ব্যাপারে কোনো ঘাটতি নেই। যে কারণে ইতালি থেকে দু’জন এসেছেন, তারা কিন্তু প্রস্তুতি আছে বলেই তাদের সংক্রমন ধরা পড়েছে। তাদের ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ’

আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির রাজনৈতিক ইস্যু খুঁজছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে তারা তাদের সেই নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে। আমি তাদের অনুরোধ করবো, এই ধরনের মানবিক ও সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতির বিদ্বেষ থেকে বিরত থাকবে। সব বিষয়ে রাজনীতি করা উচিত নয়।’

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে বিএনপি অপপ্রচার করছে অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছার প্রমাণ, এখানে মুজিববর্ষের মতো অনুষ্ঠান পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনর্বিন্যাস করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেছেন মানুষের জীবন আগে তারপর অনুষ্ঠান। এটা তো বছরব্যাপী অনুষ্টান। এটা পরেও করা যাবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘যেহেতু এই মুহূর্তে বিশ্বব্যাপী একটা অ্যালার্ট আছে, সেহেতু এর সঙ্গে আমরা সঙ্গতি রেখে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করেছি। যারা সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলে, তারা হীনরাজনৈতিক উদ্দেশ‌্যে অপপ্রচার করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন।’ তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন আধুনিক এই সড়কের মাধ্যমে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যেতে ৩০ মিনিট লাগবে। ভাঙা পর্যন্ত আরও ১০মিনিট। পদ্ধাসেতু পার হয়ে ভাঙা পর্যন্ত যেতে ৫০ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর পদ্ধা সেতুর সর্বশেষ তথ্য হচ্ছে ২৬ স্প‌্যান বসে গেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

 

ঢাকা/পারভেজ/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়