ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সুষ্ঠু নির্বাচন না হলে মানুষ ভোটকেন্দ্রে যেতে চাইবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুষ্ঠু নির্বাচন না হলে মানুষ ভোটকেন্দ্রে যেতে চাইবে না’

সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোটের প্রতি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী মো. শাহজাহান।

তিনি বলেন, ‘সুষ্ঠ নির্বাচন দিতে হবে, না হলে সিটি নির্বাচনের মত মানুষ এবারো ভোটকেন্দ্রে যেতে চাইবে না।’

শুক্রবার (১৩ মার্চ) নির্বাচনী এলাকায় লাঙলের পক্ষে গণসংযোগকালে জাপা প্রার্থী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্ভয়ে ভোট দিতে না পারলে ধীরে ধীরে মানুষের মন থেকে ভোটের প্রতি আত্মবিশ্বাস উঠে যাবে। যা দেশের গণতন্ত্রের জন্য হবে অশনি সংকেত। এ সময় তিনি লাঙল প্রতীকে ভোট দেওয়ার জন‌্য আহ্বান জানান।

আজ ঢাকা-১০ নির্বাচনী এলাকার নিউমার্কেট কাঁচাবাজার, মধু বাজার, আইয়ুব আলী বস্তি, গনকতলী ও হাজারীবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাপা প্রার্থী শাহজাহান। তিনটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তার পক্ষে বেশ কয়েকটি প্রচার মিছিল করা হয়।

জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা এমএ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহ আলম দেওয়ান, হাজী সাব্বির, অপু সিকদার, জাকির হোসেন মল্লিকসহ স্থানীয় জাপার নেতা-কর্মীরা গণসংযোগে অংশ নেন।


ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়