ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা মোকাবিলায় জাতীয় ঐক্যর আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় জাতীয় ঐক্যর আহ্বান রিজভীর

ফাইল ফটো

জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২১ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, ‘শুধু লকডাউন বা শাটডাউন করে করোনা মহামারি সামাল দেওয়া যাবে না। জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে তা মোকাবিলা করতে হবে। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিন। সেইসাথে গরিব মানুষের ঋণের কিস্তি স্থগিত ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নাগালের মধ্যে রাখুন।’

তিনি বলেন, ‘‘চীনের উহান শহরে শুরু হওয়া করোনাভাইরাস এখন সারাবিশ্বে মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশও ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশজুড়ে মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক-উদ্বেগ। গত ৮ মার্চ থেকে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে, আর গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে ২০ জন।

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)-এর পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক অতি মহামারি হিসেবে ঘোষণার পর বিভিন্ন দেশ তা প্রতিরোধে নানা পদক্ষেপ নিলেও বর্তমান মিডনাইট সরকার যথাসময়ে করোনা বিপর্যয়কে গুরুত্ব দেয়নি। সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রায় দুই মাস সময় পেলেও সরকার এ বিষয়ে ভ্রুক্ষেপহীন থেকেছে। এই অবহেলা দেশের জনগণ মেনে নেবে না।”

রিজভী বলেন, ‘বাংলাদেশ এখন করোনার ইন্টারন্যাশনাল ডাম্পিং স্টেশন। এয়ারপোর্ট এখনো খোলা। দু’মাস ধরে ইতালি ও মধ্যপ্রাচ্য থেকে আক্রান্ত রোগীরা ফিরছেন। তারা সারাদেশে ছড়িয়ে পড়েছেন। সরকারের কোনো ব্যবস্থা ছিল না। হোম কোয়ারেন্টাইন নামেমাত্র। বেশির ভাগ প্রবাসী দেশে ফিরে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াচ্ছেন, পিকনিক করছেন, হাট বাজারে ঘুরছেন। অর্থাৎ তারা উৎসব করে গোটা দেশে ভাইরাস ছড়াচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘বিদেশ ফেরত ব‌্যক্তিদের স্বাস্থ্যগত স্ক্যানিং করা হয়েছে বলে আইইডিসিআর দাবি করছে। তবে থার্মাল স্ক্যানার কম থাকায় অনেকে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই নিজ নিজ বাড়িতে চলে গেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করলেও বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়নি। এখন প্রবাসীদের ধরতে শুরু হয়েছে অভিযান। কথা হলো আগে থেকে পরিকল্পিত প্রতিরোধ ব্যবস্থা না নিয়ে এখন বাড়ি বাড়ি গিয়ে সবাইকে কোয়ারেন্টাইনে নিতে হিমশিম খাচ্ছে। তাই সময়ের দাবি সকল আন্তর্জাতিক রুটে বিমান চলাচল স্থগিত ঘোষণা করা।’

তিনি বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংক বলেছে, করোনা কিছুটা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। অথচ সরকার এনিয়ে কোনো পূর্ব প্রস্তুতি বা পদক্ষেপ নিচ্ছে না। কারণ, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক ড. শাহিদা রফিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়