ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভেদাভেদ ভুলে করোনা মোকাবিলার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেদাভেদ ভুলে করোনা মোকাবিলার আহ্বান

করোনাভাইরাস মোকাবিলায় ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জিএম কাদের বলেন, ‘আসুন, স্বাধীনতা দিবসে ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করি। আতঙ্কিত না হয়ে সচেতন হই, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শ ও ধর্মীয় অনুশাসন মেনে চলি। তাহলে করোনাভাইরাস পরাজয় করা সম্ভব। এ সময় তিনি দেশ ও জাতির সর্বাঙ্গীন মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।’

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আগামী প্রজন্মের জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ২৬ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার রাইজিংবিডিকে এ প্রত্যাশার কথা বলেন এ সংসদ সদস্য।

বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে জিএম কাদের বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা সংগ্রাম বাঙালির জীবনে অবিনশ্বর চেতনা। মহান স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের গৌরবোজ্জ্বল উত্তাল দিনগুলো আমাদের আজীবন পথ দেখাবে। সুখি ও সম্বৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অসীম শক্তিতে অনুপ্রেরণা যোগাবে।’

জাপা চেয়ারম্যান বাঙালি জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘জাতির পিতা বাঙালি জাতির মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়ে আমাদের শুধু স্বাধীনতা, সার্বভৌমত্বই দেননি, বরং বাঙালির অধিকার, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্রতা বিমোচন, সুশিক্ষা, সুস্বাস্থ্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন।’

তিনি ৩০ লাখ বীর শহীদদের স্মরণ করে বলেন, ‘সশ্রদ্ধ সালাম জানাই সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবনবাজী রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য। পরম শ্রদ্ধায় স্মরণ করছি প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে।’

জাতীয় সংসদের বিরোধী উপনেতা বলেন, ‘আজ এমন একটি সময়ে স্বাধীনতার জন্মজয়ন্তী আমাদের সামনে, যখন কোভিড- নাইনটিন নামের প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ঘাতক করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আমাদের প্রিয় বাংলাদেশেও।’

 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়