ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা মোকাবিলায় প্রশাসনকে সহযোগিতা করুন: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় প্রশাসনকে সহযোগিতা করুন: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা নিজেরাও নিরাপদে থাকব, সেই সঙ্গে অন্যকেও নিরাপদে রাখার জন্য সহযোগিতা করব। তার জন্য প্রশাসনকে আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই। দলমত নির্বিশেষে এই মুহুর্তে সবারই সরকারের পাশে থাকা উচিত।

রোববার (২৯ মার্চ) রাইজিংবিডিকে তিনি এসব কথা বলেন।

করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। আমরাও সরকারকে সহযোগিতা করতে চাই।’

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পথ অনুসরণ করে দিশেহারা না হয়ে ধৈর্য্য, সাহসিকতা ও সচেতনার সঙ্গে করোনাভাইরাইস মোকাবিলায় দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা বলেন, ‘আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় বন্যা-খরাসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় কার্যকরী ভূমিকা পালন করেছেন। আমরাও পল্লীবন্ধুর সেই প্রদর্শিত পথ অনুসরণ করেই করোনার মতো সংক্রমণ মোকাবিলার জন্য কাজ করে যেতে চাই।’

দেশের দরিদ্র, অসহায়, খেটে খাওয়া মানুষের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যাতে করে তাদের যেন ঘরের বাইরে যেতে না হয়।

দলের নেতা-কর্মীদের দেশবাসীর পাশে থাকার আহ্বান জানিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘এই মুহুর্তে দেশবাসীকে নিরাপদ রাখতে হবে। দেশবাসীর পাশে থাকতে হবে। তাদের স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করতে জাতীয় পার্টির প্রত্যেক নেতা-কর্মীকে কাজ করে যেতে হবে। আপনারা নিজ নিজ এলাকায় অবস্থান করে করোনা ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করবেন। করোনা থেকে মুক্ত থাকতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন। সামর্থ্য অনুসারে নিজ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করবেন।’

জনগণকে বাসা-বাড়িতে থাকার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, ‘আপনারা এখন সব ধরণের সামাজিক যোগাযোগ বন্ধ রেখে ঘরেই অবস্থান করুন। করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য সমস্যায় ভীত না হয়ে শুধু সচেতনতার মাধ্যমেই আমরা এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি।’

 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়