ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইম্পেরিয়াল হাসপাতালকে চিকিৎসা সামগ্রী দিলেন কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইম্পেরিয়াল হাসপাতালকে চিকিৎসা সামগ্রী দিলেন কাদের

করোনাভাইরাস রোগীদের চিকিৎসার সুবিধার্থে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টসহ (পিপিই) প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের এমপি।

রোববার (২৯ মার্চ) গাজীপুরের ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় জাপার চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, শফিউল্লাহ আল মুনিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাপার চেয়ারম্যান বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমাদের সবার উচিত—যার যার অবস্থান থেকে করোনাভাইরাস মোকাবিলায় সামর্থ অনুযায়ী কাজ করা।

তিনি বলেন, মাস্ক বিতরণ, সচেতনামূলক লিফলেট প্রচার, দরিদ্র মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণসহ জাতীয় পার্টি এ মুহূর্তে সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছে। আমাদের নেতাকর্মীরাও জনগণের পাশে আছেন। সরকারও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। সরকারের পাশাপাশি জাতীয় পার্টিও মাঠে কাজ করছে।

তিনি বিত্তশালীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দেশবাসীর সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়