ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের প্রস্তাব ফখরুলের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের প্রস্তাব ফখরুলের

করোনাভাইরাস সংক্রামণ মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার(৩১ মার্চ) দুপুরে উত্তরায় নিজ বাবভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রস্তাব দেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কখনোই সমালোচনার জন্য সমালোচনা করিনি। বরং সরকারকে সাহায্য করতে চেয়েছি। এখন পর্যন্ত একটা জাতীয় কমিটি তৈরি হয়নি।’ তিনি আরও বলেন, ‘করোনা মোকাবিলায় যদি জাতীয় ঐক্য সৃষ্টি করা যায়, সেটাই হবে দেশের জন্য ভালো। আমরা মনে করি, এখনো জাতীয় কমিটি করার সময় আছে।’

রাজনৈতিক দল ও সুশীল সমাজের অংশগ্রহণে জাতীয় কমিটি গঠনের পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘এজন্য প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে। এমন না যে, এগুলোকে নিয়ে একখানে বসে মিটিং করতে হবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে ফখরুল বলেন, ‘‘ভিডিও কনফারেন্সের মাধ্যমেও আপনি কমিটি গঠন করতে পারেন। তখন সবার মধ্যে একটা ধারণা আসবে, ‘উই আর ওয়ান’। আমরা এক। দে ক্যান ডু।’’ অথবা সভা ডেকেও প্রধানমন্ত্রী এই কমিটি গঠন করতে পারেন বলে তিনি মত প্রকাশ করেন। 


ঢাকা/নূর/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়