ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সংক‌টেও ফায়দা লুট‌তে বিএন‌পি অপতৎপরতায় লিপ্ত’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংক‌টেও ফায়দা লুট‌তে বিএন‌পি অপতৎপরতায় লিপ্ত’

নভেল করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতেও বিএনপি রাজনৈতিক ফয়দা লোটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০১ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবনে সাংবাদিকদের সামনে এমন মন্তব‌্য করেন কাদের।

তিনি বলেন, ‘প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাবিশ্ব আজ উদ্বিগ্ন এবং এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি। আজকের এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নিরলস কাজ করে যাচ্ছেন, সেখানে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’

ওবায়দুল কাদের ব‌লেন, ‘বিশ্ব নেতারা যেখানে করোনা পরিস্থিতি নিয়ে একে অপরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেওয়া থেকে বিরত রয়েছে, একে অপরের বিরুদ্ধে ব্যবহার না করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে; সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে’।

এ সময় পদ্মাসেতুর কাজের অগ্রগতির কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর বিদ্যমান কাজের অগ্রগতি উন্নতির দিকে রয়েছে। ইতিমধ্যে ২৭টি স্প্যান বসানো হয়েছে।  ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর ৪ কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮.৫০ শতাংশ।'

এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন

 

ঢাকা/পার‌ভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়