ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা দাবি ১৪ দলের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা দাবি ১৪ দলের

করোনার কার‌ণে সংক‌টের মু‌খে পড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা চায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বিষয়টি বিবেচনার জন্য দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন জোট-নেতারা। শুক্রবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম স্বাক্ষ‌রিত এক বিবৃতিতে এ কথা জানানো হ‌য়ে‌ছে।

মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাপী এই মহাদুর্যোগের সময় আমাদের জাতিগতভাবে নিজস্ব শক্তিতে ঘুরে দাঁড়াতে হবে। এরপরও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা দেওয়া যায় কি না, সেই বিষয়ে বিবেনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদেরে আবেদন থাকবে।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি গার্মেন্টস সেক্টরে ক্ষতিপূরণের স্বার্থে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন। যা স্বল্প সুদে ঋণ হিসেবে দেওয়া হবে। যেহেতু তাদের অনেক বিদেশি অর্ডার স্থগিত কিংবা বাতিল হয়েছে, তাই তারা কমবেশি ক্ষতিগ্রস্ত। তবে, দেশে হাজার হাজার ছোট দোকানদার করোনার প্রকোপে দীর্ঘদিন ধরে দোকান বন্ধ রেখেছেন। তারা চরম বিপাকে পড়েছেন।’

‌এদেশে বুটিকস শিল্প খুবই জনপ্রিয় উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এরসঙ্গে তাঁত শিল্পের ভাগ্য জড়িত। এ কাজটি তারা বন্ধ রেখেছেন। ব্যবসা সেভাবে চালাতে পারছেন না। এমনকি এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। নববর্ষকে কেন্দ্র করে প্রতি বছর কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। আসন্ন ঈদে দোকানদারদের ব্যবস্থাও অনিশ্চিত। এমন অবস্থায় তাদের বিশেষ প্রণোদনা না দিলে হাজার হাজার দোকান মালিক-কর্মচারীসহ লাখ-লাখ শ্রমিক দুঃসময়ের সম্মুখীন হবেন।’  

‌প্রধানমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে মোহাম্মদ না‌সিম ব‌লেন, ‘বিষয়টি নিশ্চয় আমার দেশের সফল, মমতাময়ী ও জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে রয়েছে।’ এই দুর্যোগময়কালে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেন। 


পার‌ভেজ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়