ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্রাণ বিতরণে জনসমাগম, সতর্ক করলেন কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রাণ বিতরণে জনসমাগম, সতর্ক করলেন কাদের

করোনাভাইরাসের কারণে সংকটে থাকা নিম্ন আয়ের মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে গণজমায়েত সৃষ্টি হওয়াকে ‘বিপজ্জনক’ অভিহিত করে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ এপ্রিল) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে।এই প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত ১১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এ যাবৎ প্রায় ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আমাদের দেশ তুলনামূলকভাবে অনেক ভালো। আজকে ইতালি স্পেন যুক্তরাষ্ট্র ফ্রান্সের মতো দেশে যে ভয়াবহ অবস্থা সে তুলনায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি।’

মানুষকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার ৩১টি নির্দেশনা মেনে আমরা সবাই একযোগে সংঘবদ্ধভাবে এই অদৃশ্য শক্তির মোকাবিলা করে চলেছি। ঘরে আমরা সুরক্ষার সামগ্রী নিয়ে সুরক্ষিত থাকবো। বাইরে অদৃশ্য শক্তি করোনা'র মোকাবিলা করতে হবে ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্গ গড়ে তুলে। আমাদের কোনো অবস্থাতেই শঙ্কিত হলে চলবে না, সতর্ক থাকতে হবে।’

এ সময় ত্রাণ বিতরণকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য রাখতে হবে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে অধিকতর বিপজ্জনক পথ যেন বেছে না নিই। কোনো অবস্থাতেই জমায়েত করা যাবে না। এই ব্যাপারে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনপ্রয়াগেকারী সংস্থা যে দায়িত্ব পালন করছে তাদের সাহায্য করতে হবে।’

ভবিষ্যতের সুদিনের জন্য সাময়িক কষ্ট করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান আমাদের সুদিনের প্রত্যাশায় সাময়িক যে কষ্ট-ত্যাগ সেটা মেনে চলতে হবে। দেশবাসী যাতে মেনে চলে। ভবিষ্যতের জন্য ত্যাগ-স্বীকার করবো এটা যেন আমাদের মাথায় থাকে।’

তিনি বলেন, ‘এই অবস্থা মেনে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমাদের দেশের অবস্থা হয়তো ভালোর দিকে যাবে।  স্বাস্থ্য বিধি ও নিয়মকানুন মেনে চললে অবশ্যই আমরা এই মহাসংকট থেকে নিজেদের রক্ষা করতে পারবো। নিজেদের জীবন ও জানমাল আমরা রক্ষা করতে পারবো।’

 

পারভেজ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়