ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকার জনগণের সঙ্গে তামাশা করছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকার জনগণের সঙ্গে তামাশা করছে: মির্জা ফখরুল

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমন্বয় নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘করোনা নিয়ে সরকার মানুষের সঙ্গে তামাশা করছে।’রোববার (৫ এপ্রিল) বিকালে বিএনপি'র অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এককথা বলছেন, আইইডিসিআরের পরিচালক আরেক কথা বলছেন। স্বাস্থ্যমন্ত্রী তো আরও ভীষণ কথা বলছেন। তার কথা শুনলে তো মনে হবে, দেশে কোনো ভাইরাসই নেই।’ তিনি বলেন, ‘আপনারা জানেন যে,  হাসপাতালে হাসপাতালে ঘুরেছে রোগী। শেষ পর্যন্ত মারা গেছে। গার্মেন্টস ফ্যাক্টরির লাখ লাখ একসাথে গ্রামে চলে গেলেন। এখন আবার তাদের হঠাৎ করে বলা হলো ছুটি শেষ চলে আসতে। কোনো যানবাহন নেই। তারা সেই বন্যার পানির মতো ছুটে আসছেন। আজকে আবার রাতের বেলা ছুটি দেওয়া হলো। এ কী?  এ তো একটা জোকস।’

এর আগে সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের আর্থিক খাতকে সচল রাখতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া বিকালে বিএনপি মহাসচিব ফেসবুক লাইভে আসেন।


ঢাকা/সাওন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়