ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবদুল মাজেদ দুর্ধর্ষ প্রকৃতির লোক: তোফায়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবদুল মাজেদ দুর্ধর্ষ প্রকৃতির লোক: তোফায়েল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ আগে থেকেই দুর্ধর্ষ প্রকৃতির লোক ছিল বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে তোফায়েল আহমেদ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব‌্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাঙালি জাতি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (অব.) মাজেদের গ্রেফতারের খবরে ভীষণ উল্লোসিত এবং আনন্দিত। বঙ্গবন্ধুকে যারা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, একটি স্বপ্নকে হত্যা করার চেষ্ট করেছিল, ক্যাপ্টেন মাজেদ ছিল এর মধ্যে অন্যতম।  সে দুর্ধর্ষ প্রকৃতির লোক।’

‘বঙ্গবন্ধুর বিদেশে থাকা দুই কন্যা ছাড়া সেইদিন বাকি সবাইকে হত্যা করা হয়েছিল।  এমনকি আমার ১৯৭৩ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল আলম মিন্টুকে গ্রেপ্তার করে, টর্চার করে, নির্য‌াতন করে তার মরদেহ বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছিল এই খুনি মাজেদ।’

তি‌নি ব‌লেন, ‘আমি যখন ময়মনসিংহ কারাগারে তখন শুনেছি যে একটি আওয়াজ, যে শফিকুল আলম মিন্টু নামে কেউ আছে কি না? আমি বুঝতে পেরেছিলাম কারণ, খুনি মাজেদ আমাকে গ্রেপ্তার করে পুলিশ কন্ট্রোল রুম থেকে তুলে নিয়েছিল’।


পার‌ভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়