ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনার মধ‌্যেও বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার মধ‌্যেও বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ

করোনায় মধ্যেও বিএনপি নেতাকর্মীদের সরকারি নির্যাতন থেমে নেই বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) অনলাইন সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বিশব্যাপী করোনাভাইরাসের মহাদুর্বিপাকের মধ্যেও বিএনপি নেতাকর্মীদের সরকারি নির্যাতন থেমে নেই।  বরং তা আরও তীব্র আকার ধারণ করেছে।

রিজভী বলেন, বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত ১৯ মার্চের ঘটনা দেখিয়ে ৬ এপ্রিল বিএনপি নেতাকর্মীদের নামে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সোনাতলা বিএনপি নেতা আব্দুল আজিজ হীরা, আহসানুল হাবিব রাজা, আহসানুল মোমিন সোহেলসহ ১৮১ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সরকারি প্রতিহিংসা কোনো পরিস্থিতিতেই নিবৃত হয় না উল্লেখ করে তিনি বলেন, এরা গোটা জাতিকে মুমূর্ষু করে হলেও বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি থেকে বিরত থাকবে না। সরকার এ মহাদুর্যোগের মধ্যেও বিএনপি বিনাশে কর্মসূচি অব্যাহত রেখেছে।

রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সোনাতলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ নজিরিবিহীন মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।


ঢাকা/সাওন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়