ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজনৈতিক দলগুলোকে ঐক্যের ডাক তথ্যমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনৈতিক দলগুলোকে ঐক্যের ডাক তথ্যমন্ত্রীর

করোনাভাইরাসের এই সংকটকালীন সময়ে রাজনীতি না করে জনগণের সুরক্ষার কথা চিন্তা করে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার (২২ এপ্রির) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়। একে অপরকে দোষারোপ করার সময় নয়। এখন সময় সব রাজনৈতিক দল মিলে এই মহাদুর্যোগ মোকাবিলা করা।’

‘তাই বিএনপিসহ সব রাজনৈতিক দলকে অহ্বান জানাবো, আসুন আমরা আমাদের রাজনীতি বাদ দিয়ে কীভাবে জনগণকে সুরক্ষা দেওয়া যায় সেই কাজ করি।’

তিনি বলেন, ‘আমি শুধু একটি পরিসংখ্যান দিতে চাই, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী প্রথম শনাক্ত হয়। সেই থেকে আজ পর্যন্ত ৩ হাজার ৭৭২ জন শনাক্ত হয়েছে।  দুঃখজনকভাবে ১২০ জন মারা গেছেন।  তুরস্কে একই সময়ে অর্থাৎ ১১মার্চ প্রথম রোগী শনাক্ত হয় এবং আজ পর্যন্ত ৯৫ হাজার ৫শ ৯১ জন রোগী শনাক্ত হয়েছে এবং ২ হাজার ২৫৯ জন মারা গেছেন।  আমাদের পরিস্থিতি যাতে সেই দিকে না যায়, এজন্য আমাদের সবাইকে সেইভাবে কাজ করতে হবে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, ‘আমাদের ত্রাণ কমিটি শুরু থেকে জনগণের মধ‌্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে এবং একেবারে উপজেলা-পৌরসভা পর্যন্ত সামগ্রী পাঠানো হয়েছে। এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

এ সময় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে দেওয়া করোনা প্রতিরোধ সামগ্রী চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকা সভাপতি শাহেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মুজিব মাসুদের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।

 

পারভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়