ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছাত্রলীগের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ছাত্রলীগের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ

ঘূর্ণিঝড় আম্ফানের সময় উপকূলীয় এলাকায় স্থানীয় ছাত্রলীগের সব ইউনিটকে সতর্ক অবস্থায় থেকে দুর্গত মানুষদের পাশে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯ মে) সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ নির্দেশ দেন।

আল নাহিয়ান খান জয় বলেছেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানের আগ্রাসনে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জনপদে যেকোনো মানবিক প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থাকতে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। ইতোমধ্যে খুলনা ও চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে উপকূলীয় এলাকায় মানুষদের সচেতন করতে এরইমধ্যে কাজ করছেন ছাত্রলীগের স্থানীয় নেতারা। সেখানে আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা ও জনসচেতনতায় মাইকিং করছে ছাত্রলীগ।’

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘দুর্গতদের পক্ষে কাজ করতে এরইমধ্যে সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আশপাশের এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক হিসেবে স্থানীয় নেতাকর্মীরা পাশে থাকবেন।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ও জেলা সভাপতির নেতৃত্বে ঝুঁকিপূর্ণ জেলায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ঝড় পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ 

 

ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়