ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গণপরিবহন চালাতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহ্বান কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গণপরিবহন চালাতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহ্বান কাদেরের

করোনাভাইরাসের সংক্রমণ থেকে যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষা দিতে গণপরিবহন মালিকদের সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে একটি পরিকল্পনা তৈরি করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৮ মে) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণপরিবহন। সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে।  আমি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএসহ বসে আলাপ আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করার অনুরোধ করছি।  গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে।  স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।’

‘মনে রাখতে হবে এই ছাড় যেন সংকটকে আরও ঘণীভূত না করে। মালিক শ্রেণি, যাত্রী সাধারণসহ সবার দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে।  আগামীকাল পরিবহন মালিক সমিতির সংগঠনগুলোর নেতাদের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মন্ত্রণালয় থেকে বিআরটিএকে নির্দেশনা দিয়েছি।’

গণপরিবহন চালুর পর দুর্ঘটনা এড়াতে পরিবহন চালক শ্রমিক পথচারিদের স্বাস্থবিধির পাশাপাশি ট্রাফিক আইন যথাযত ভাবে মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গণপরিবহন চালু হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনার বিষয়টিও সামনে এসে যায়, বেড়ে যায় উদ্বেগ। পরিবহন চালক শ্রমিক পথচারীদের স্বাস্থবিধির পাশাপাশি ট্রাফিক আইন যথা যতভাবে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।  করোনায় মৃত্যুর পাশাপাশি সড়ক দুর্ঘটনায় যাতে মৃত্যুর মিছিল দেখতে না হয়।  সেজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি।’

লকডাউনের মধ্যেই গণপরিবহন চলাচলের অনুমতি ফ্রি-স্টাইলে অপ-প্রয়োগ করলে, হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকবে বলেও জানান তিনি।


পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়