ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বাজেটে সুবিধা নিতেই শ্রমিক ছাঁটাইয়ের সুর’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বাজেটে সুবিধা নিতেই শ্রমিক ছাঁটাইয়ের সুর’

পোশাক কারখানার মালিকরা বাজেটে সুবিধা নিতেই শ্রমিক ছাঁটাইয়ের সুর তুলেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

শুক্রবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

বাসদের সাধারণ সম্পাদক বলেছেন, ‘সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি খাতের দাবিদার তৈরি পোশাক শিল্পের মালিকরা দীর্ঘ ৪০ বছরের ব্যবসায় মাত্র ২/৩ মাসের করোনা সংকটে এত হাপিত্যেশ করছেন কেন? এত বছর শ্রম শোষণ করে যে লাভ করেছেন, তা দিয়ে দেশে-বিদেশে যে সম্পদ করেছেন, তা থেকে সামান্য দিলেই তো শ্রমিকদের সমস্যা মিটে যায়। তা না করে মালিকরা গলা শুকিয়ে কান্নার রোল তুলে সরকারের কাছ থেকে কত প্রকারে সুযোগ-সুবিধা নেওয়া যায় সে ফন্দি আঁটছেন। গত বছরেও দল বেঁধে চাপ দিয়ে বাজেটে উৎসে কর কমিয়ে নিয়েছে। করোনাকালে প্রণোদনা প্যাকেজ হিসেবে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েছে। এখন আবার বাজেটকে সামনে রেখে আরো কী কী সুবিধা আদায় করা যায় সেজন্য সুর তুলছে জুন থেকেই শ্রমিক ছাঁটাইয়ের।’

তিনি বলেন, ‘শ্রমিকদের ছাঁটাই করে মালিকরা মনে করছেন, তারা নির্বিঘ্নে থাকবেন। সে আশা করলে ভুল করবেন। শ্রমিকদের কর্মচ্যুত করলে মালিকের বিলাসের স্বর্গও তাসের ঘরের মতো তছনছ হয়ে যাবে। বিজিএমইএ একবার বলছে, ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করেছে। আরেকবার বলছে, পুনরায় ক্রয়াদেশ দিচ্ছে বায়াররা। আবার এখন বলছে, কাজ নাই, তাই শ্রমিক ছাঁটাই হবে। এটা নাকি বাস্তবতা! তাদের কোন বক্তব্য সঠিক? যে মালিক কারখানা চালাতে পারবে না, সে কারখানা সরকার অধিগ্রহণ করে নিক। তবু শ্রমিক ছাঁটাই করা যাবে না।’

শ্রমিক ছাঁটাইয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান খালেকুজ্জামান।



ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়