ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘মহামারি থেকে রক্ষায় সরকারকে তওবার ব্যবস্থা করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মহামারি থেকে রক্ষায় সরকারকে তওবার ব্যবস্থা করতে হবে’

করোনা মহামারি থেকে রক্ষায় সরকারকে জাতীয়ভাবে তওবার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

শুক্রবার (২৬ জুন) বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণ কমিটি আয়োজিত কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মাদ এ বি এম জাকারিয়ার পরিচালানায় তওবা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের প্রচার সম্পাদক মুহা. হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মুহা. নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, সদস্য মুফতি শেখ মুহা. নূরুন নাবী, শ্রমিক নেতা শাহাদাত হোসেনসহ নগর ও থানা কমিটির নেতাকর্মীরা।

মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে আমাদেরকে আল্লাহর দরবারে পূর্ববর্তী গুনাহর জন্য তওবা করতে হবে এবং ভবিষৎতে গুনাহ না করার অঙ্গিকার করতে হবে। বিশেষ করে, মহামারি থেকে মুক্তির জন্য সরকারকে জাতীয়ভাবে তওবার ব্যবস্থা করতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের ঘোষণা অনুযায়ী করোনা থেকে মুক্তির লক্ষ্যে শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে তওবা ও বিশেষ দোয়া কর্মসূচি পালিত হয়।


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়