ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ জানালো এবি পার্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ জানালো এবি পার্টি

নতুন দল এবি পা‌র্টি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে দেওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে চ‌্যালেঞ্জ জানিয়েছে দলটি।

রোববার বিকেলে এবি পা‌র্টির সহকারী সদস্য সচিব এ বি এম খালিদ হাসান স্বাক্ষরিত বিবৃতিতে জামায়াত আমিরের বক্তব‌্যকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করা হয়।

সম্প্রতি এবি পার্টি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে তিনি বলেন, ‘মে মাসের ২ তারিখে এবি পার্টি গঠনকালে তারা তাদের দলীয় মেনিফেস্টো ঘোষণার সময় বলেছেন, এবি পার্টির নীতি ও কর্মকৌশল হবে তিনটা জিনিসের ওপর ভিত্তি করে—সাম্য, সামাজিক সুবিচার ও মানবাধিকার। এটার ওপরে তারা কাজ করবেন। তারা তাদের সেশনে পরিষ্কার করে বলেছেন যে, তাদের কর্মসূচিতে, তাদের এজেন্ডায় ধর্ম ও মুক্তিযুদ্ধের চ‌্যাপ্টার থাকবে না। এটাকে বাদ দিয়েই হবে তাদের সবকিছু।’

এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘জামায়াত আমিরের এ তথ্য ও বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। তার মতো একজন দলীয় প্রধানের এহেন ভিত্তিহীন বক্তব্যে আমরা বিস্মিত ও হতবাক।’

বিবৃতিতে এবি পার্টি বলেছে, ‘জামায়াতের আমির যে কথা বলেছেন, এ ধরনের কোনো কথা বা ঘোষণা আমাদের ২ তারিখের ঘোষিত মেনিফেস্টো, কর্মসূচি বা এজেন্ডায় উল্লেখ নেই। তিনি কীসের ভিত্তিতে এই ধরনের কল্পিত তথ্য উপস্থাপন করলেন তা আমাদের বোধগম্য নয়। আমরা চ্যালেঞ্জ করছি, তিনি যেন তার বক্তব্যের সত্যতা প্রমাণ করে নৈতিকতার পরিচয় দেন।’

বিবৃতিতে বলা হয়, ‘এবি পার্টির প্রথম ও তৃতীয় দফা কর্মসূচি যেকোনো সাধারণ মানুষ পড়লেই বুঝতে পারবেন যে, এখানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়ন এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ জামায়াত আমিরের বক্তব্যে প্রদত্ত তথ্য ভুল, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তাই আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

এবি পার্টি বলেছে, ‘নতুন দল গঠনের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণির উগ্র জামায়াত সমর্থক তাদের এবি পার্টিকে ধর্মহীন, সেকুলার, আদর্শহীন হিসেবে উল্লেখ করে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। জামায়াত দলীয়ভাবে কখনোই তাদের এই উগ্র কর্মীদের দায়িত্ব স্বীকার করেনি। আজ তাদের দলীয় আমিরের বক্তব্যে এটা স্পষ্ট যে, এই উস্কানিমূলক অপপ্রচারের পেছনে দলীয় হাইকমান্ডের মনোভাবই মূল কারণ হিসেবে কাজ করছে, যা খুবই দুঃখজনক।’


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়