ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সরকারের পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘সরকারের পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী’

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত‌্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ আশরাফ আলী।  তিনি বলেন, ‘করোনার এই সংকটকালে পাটকল বন্ধে সিদ্ধান্ত আত্মঘাতী।’ রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে তিনি এই আহ্বান জানান।

আশরাফ আলী বলেন, ‘পাটশিল্পকে বাঁচাতে পাটকলগুলোর আধুনিকায়নে বিনিয়োগ করতে হবে।’

আওয়ামী লীগের নির্বাচনি ঘোষণায় বন্ধ পাটকল চালুর কথা বলা হয়েছিল উল্লেখ করে আশরাফ আলী বলেন, ‘সেই ওয়াদা থেকে সরে এসে পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত আমরা মানি না।’ করোনার সময় পরিবেশবান্ধব পাটশিল্পের চাহিদা বেড়েছে বলেও তিনি মন্তব‌্য করেন।


ঢাকা/হাসিবুল/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়