ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রওশনের বাসায় জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রওশনের বাসায় জিএম কাদের

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন এরশাদপত্নী বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে গুলশানের বাসায় অনুষ্ঠিত বিরোধী নেতার আলোচনা সভায় দীর্ঘদিন পর হাজির হন তার দেবর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ দলটির শীর্ষনেতারা।

দলের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে সম্পর্কের টানাপোড়েন এর মধ্যে রওশন এরশাদের বাসায় দেবরের  উপস্থিতির ঘটনায় জাপা শিবিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মাঝেও আনন্দ উৎসাহ লক্ষ্য করা গেছে। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরাও এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হলে বিরোধীনেতা বেগম রওশন এরশাদকে সামনে রাখতে হবে। বেগম  রওশন এরশাদ, জিএম কাদেরসহ এরশাদ পরিবারকে ঐক্যেবদ্ধ হতে হবে।

এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের শীর্ষনেতাদের ফোন করে আমন্ত্রণ জানান বিরোধীনেতা রওশন এরশাদ। তার ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে হাজির হন বিরোধী উপনেতা।

আলোচনা সভায় বেগম রওশন এরশাদ ছাড়াও তার ছেলে সাদ এরশাদ এমপি, দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মীর আব্দুর সবুর আসুদ,অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি,  আদেলুর রহমান এমপি, শফিকুল ইসলাম সেন্টু, আসিফ শাহরিয়ার, ইকবাল হোসেন রাজু, আলমগীর সিকদার লোটন, জসিম উদ্দিন ভূইয়া, নূরুল ইসলাম নূরু,  জিয়াউল হক মৃধা, নাজমা আকতার এমপি, মাহমুদ আলম, রেজাউল করিম রেজা, ইব্রাহিম খান জুয়েল, জিয়াউর রহমান বিপুল, আজমল হোসেন জিতুসহ নেতাকর্মীরা।

সকাল থেকে এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে বিরোধীনেতার বাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


রাইজিংবিডি/নঈমুদ্দীন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়