ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুলিশের নির্ধারিত স্থানেই বিএনপির সমাবেশ হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের নির্ধারিত স্থানেই বিএনপির সমাবেশ হবে

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি।

তবে বিএনপি সমাবেশ করার জন্য যে দুটি স্থান নির্ধারণ করে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলো, সেই দুটি স্থানের কোথাও পুলিশ অনুমতি দেয়নি। পুলিশ মহানগর নাট্য মঞ্চে জনসমাবেশ করার অনুমতি দিয়েছে। সেখানেই বিএনপি জনসমাবেশ করবে।

জনসমাবেশটি আগামী শুক্রবার জুমার নামাজের পর শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

আজ দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে জনসমাবেশের অনুমতির বিষয়ে সাক্ষাত করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমরা আজ অনুমতির জন্য অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে গিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- এই দুই জায়গার যেকোন একটিতে সমাবেশ করার প্রস্তাব করেছি। কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের মহানগর নাট্য মঞ্চে জনসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে আমাদের জনসমাবেশের কার্যক্রম শুরু হবে।’


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়