ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খোকার মরদেহ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৬, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোকার মরদেহ ঢাকায়

ঢাকায় পৌঁছেছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ।

বৃহস্পতিবার সকাল ৮টা ২৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বিমানবন্দরে খোকার মরদেহ গ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ‌্য জানান। 

বিমানবন্দর থেকে খোকার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদে। আজ বেলা ১১টায় সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে খোকাকে।

বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটে মরদেহ নিয়ে তারা রওনা হন তার স্বজনরা।

এসময় বিমানবন্দরের সামনে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর কামরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, এনামুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইমরান সাহলে প্রিন্স, কামরুজ্জামান রতন, শ্যামা ওবায়েদ, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, মীর সরাফত আলী সফু, মজিবুর রহমান, এস এম. জাহাঙ্গীর, বজলুল বাসেত আঞ্জু, আব্দুল আলিম নকি, ফিরোজ আহমেদ, মকবুল আহমেদ টিপুসহ অন্য নেতারা। 

সাদেক হোসেন খোকা বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা।


ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়