ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খোকার মরদেহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খোকার মরদেহ

সাদেক হোসেন খোকার মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় খোকার মরদেহ  পল্টনে নিয়ে আসা হয়। সেখানে খোকার জানাজায় শরিক হওয়ার জন্য সকাল থেকেই জনতার ঢল নামে।

এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে দুপুর ১২টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হয়। সেখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

এর আগে সকাল ১০টা থেকে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে এসে ভিড় করেন।

পল্টনে জানাজার পর খোকার মরদেহ নেওয়া হবে দক্ষিণ সিটি করপোরেশনে। সেখানে বেলা ৩টায় নামাজে জানাজার পর ধূপখোলা মাঠে জানাজার জন্য নেওয়া হবে। আজ বিকেলেই জুরাইনে তাকে দাফন করা হবে।

ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার মরদেহ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়