ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিএন‌পির সিদ্ধান্ত আসে লন্ডন থেকে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএন‌পির সিদ্ধান্ত আসে লন্ডন থেকে’

বিএন‌পিতে গনতন্ত্র নেই দা‌বি ক‌রে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সিদ্ধান্ত আসে লন্ডন থেকে।

তিনি বলেন, ‘বি‌দেশ থে‌কে তা‌রে‌কের কথায় চ‌লে বিএনপি। বিদেশ থেকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় তাতে দলের মধ্যে গণতন্ত্র বলে কিছু নেই। এখানে স্থায়ী কমিটির সদস্যরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। সিদ্ধান্ত আসে লন্ডন থেকে। সিদ্ধান্ত আসে তাদের দলের দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের কাছ থেকে।’

মঙ্গলবার দুপু‌রে সচিবালয়ে তার নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে আলাপকালে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা বলেন।

বিএন‌পি‌তে নেতাকর্মী‌দের মুল্যায়ন নেই জা‌নিয়ে মন্ত্রী ব‌লেন, হতাশায় বিএন‌পি ছাড়ছেন নেতারা। বিএনপি থেকে যেভাবে তাদের সিনিয়র নেতারা চলে যাচ্ছেন, এই ছেড়ে যাওয়ার তালিকায় আরো বহুজন আছে সেগুলো বিএনপি নিশ্চয়ই দেখতে পাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বাবু বলেছেন, বিএনপি একটি স্থায়ী বটগাছ। এই বটগাছের নিচে মানুষ আসবে বিশ্রাম নিয়ে চলে যাবে।

এ প্রস‌ঙ্গে তথ্যমন্ত্রী ব‌লেন, ‘তাদের দল থেকে সম্প্রতি বেশ কয়েকজন নেতা সিনিয়র নেতা দল ত্যাগ করে চলে গেছেন, এখন আমার প্রশ্ন হচ্ছে, গয়েশ্বর বাবু নিজেই কখন বিএনপি'র বট গাছের নিচ থেকে চলে যায়। সেই প্রশ্ন এখন অনেকেই তুলেছে।’

তিনি বলেন, ‘এই হতাশাজনক পরিস্থিতিতে গয়েশ্বর বাবু নিজের হতাশা কাটানোর জন্য এই ধরনের কথা বলেছেন। তারা যে নেতিবাচক রাজনীতি করে তাতে দল থেকে এভাবে নেতাদের চলে যাওয়া থামাতে পারবে না। বিএনপির রাজনীতি আবর্তিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং খালেদা জিয়ার চিকিৎসা মামলা, তারেক জিয়ার মামলা, খালেদা জিয়ার মামলার মধ্যে।’

 

ঢাকা/নঈমুদ্দীন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়