ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যেকোনো সময় খালেদা জিয়ার মুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেকোনো সময় খালেদা জিয়ার মুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কারণে যেকোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নানা আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর কাছে তা দেওয়া হয়। তিনি খালেদা জিয়ার মুক্তির ফাইলে অনুমোদন দিয়েছেন। সেটি এখন কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপরই তিনি মুক্তি পাবেন।

প্রসঙ্গ, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ও অরফানেজ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কারাগারে থাকাকালীন তিনি অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। এই হাসপাতাল থেকেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

 

মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়