ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজনীতির অশুভ খেলায় মেতেছে বিএনপি: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজনীতির অশুভ খেলায় মেতেছে বিএনপি: কাদের

আন্দোলন ও নির্বাচনে ব‌্যর্থ হয়ে বৈশ্বিক করোনা সংকটকে পুঁজি করে বিএনপি রাজনীতির অশুভ খেলায় মেতেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার যখন সকলকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে, তখন বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না।

বুধবার (২০ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশ আমাদের চেয়ে করোনার সংক্রমণ ও মৃত‌্যুতে ভয়াবহ অবস্থার মুখোমুখি। উন্নত বিশ্বের দেশগুলোতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। খোদ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ‌্যা এক লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ‌্যে ৪০ হাজার ছাড়িয়েছে। অর্থনৈতিক বাস্তবতায় দেশগুলো লকডাউন শিথিল করেছে। সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বে সংক্রমণরোধে প্রাণান্তকর চেষ্টা করছে। অথচ দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিষোদগার ছাড়া এই সংকটে বিএনপি কী দিতে পেরেছে জাতিকে?’’ 

ত্রাণ কার্যক্রমে যে কোনো অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ‌্যে প্রশাসনিক, দলীয় ও আইনগত ব‌্যবস্থা নেওয়া এর প্রমাণ বহন করে। দলীয় পরিচয়ও তাদের রক্ষা করতে পারেনি। এই বিষয়ে শেখ হাসিনা জিরো টলারেন্সের পরিচয় দিয়েছেন।’’

বিএনপির কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘‘জনগণ জানতে চায়, কথামালার চাতুরি আর প্রেস ব্রিফিং ছাড়া বিএনপি অসহায় মানুষের জন‌্য কী করেছে? চৌকষ কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কী দিতে পেরেছে?

“মির্জা ফখরুল সাহেব ক্ষণে ক্ষণে বিদেশের কথা বলেন। অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনারা কী করেছেন তা জাতি জানতে চায়।’’

বিএনপি বরাবরের মতো নিজেদের ব‌্যর্থতা ঢাকার জন‌্য সরকারের বিরুদ্ধে মিথ‌্যাচারের মরচেপড়া অকার্যকর হাতিয়ার ব‌্যবহার করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।    


ঢাকা/পারভেজ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়