ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করােনা দুর্যোগে দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবক লীগ

‌জ্যেষ্ঠ প্র‌তিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করােনা দুর্যোগে দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবক লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করােনা দুর্যোগে অসুস্থ রােগীর সেবা, লাশ গােসল, দাফন, জানাজা ও সৎকার এবং কৃষকের ধান কেটে স্বেচ্ছাসেবক লীগ দৃষ্টান্ত স্থাপন করায় সংগঠন‌টির প্রশংসা করেছেন প্রধ‌ানমন্ত্রী শেখ হা‌সিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নেতাকর্মীদের গড়ে তোলার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান তি‌নি।

সোমবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিওকলে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এ করোনাভাইরাসের সময় ধানকেটে কৃষকের ঘরে তুলে দেওয়া, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, এভাবে জনগণের সেবা করতে হবে, জাতির পিতার আদর্শে নেতাকর্মীদের গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবক লীগের সব সদস্যকে শুভেচ্ছা জানাই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই মানুষের পাশে দাঁড়াবেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিরা বসে নেই। তাদের অপতৎপরতা অব্যাহত রয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষ যখন করোনাভাইরাসের কারণে বিভ্রান্ত। সারা বিশ্বেই নানা মিস ম্যানেজমেন্ট ছিল, তখন বাংলাদেশে তুলানামূলকভাবে কম বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যতটা না হয়েছে, তার চেয়ে বেশি অপপ্রচার হয়েছে।

'আমরা অপপ্রচার এবং আপকর্মকে কখননোই প্রশ্রয় দেইনি১। আমাদের নেত্রী এ গুলোকে প্রশ্রয় দেয় না। আমরাই পারি, শেখ হাসিনাই পারে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নাছিম বলেন, একটা মহল রয়েছে যারা সবসময় মানুষকে নেতিবাচক প্রচার করে বিভ্রান্ত করতে চায়। মানুষকে হতাশার মধ্যে ফেলে দিতে চায়। তারা তাদের অপরাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। আজকে বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন, বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়।

'যারা বাংলাদেশকে পাকিস্তানের  ভাবধারায় নিয়ে যেতে চায়, ধর্মভিক্তিক রাজনীতি সৃষ্টি করতে চায়, যারা সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দিয়ে ধর্মান্দতার গভীর অন্ধকারে বাংলাদেশেকে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, উত্তরের সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম বক্তব্য রাখেন।

 

পারভেজ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়