ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদের পর আন্দোলনের ঘোষণা দেবে বাম জোট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের পর আন্দোলনের ঘোষণা দেবে বাম জোট

কোরবানি ঈদের পরে জাতীয় কনভেনশন ডেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (২৭ জুলাই) রাজধানী পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে তিনি বলেন, করোনা মোকাবিলায় ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে অপসারণসহ ৯ দফা দাবি আদায়ে আমরা ঈদের পরে জাতীয় কনভেনশন করবো। সেখান থেকে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের সম্পাদক বাচ্চু ভূইয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবির কাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, ইউসিএলবির নজরুল ইসলাম।

 

নঈমুদ্দীন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়