ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করেছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করেছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করেছে বলে মন্তব‌্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের স্ত্রী দিলরুবা শাহিন ক্যান্সার ও কারোনায় আক্রান্ত হয়ে মারা যান।

সোমবার (০৩ আগস্ট) তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব‌্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রাকৃতিক মহামারি করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করেছে। কারণ যারা দিনের ভোট রাতে করে, ভোটকেন্দ্রে মানুষকে আসতে দেয় না, গণতন্ত্রিক অধিকার কেড়ে নেয় তাদের পক্ষে এটাই সম্ভব। এইরকম অরাজক পরিস্থিতি চলতে পারে না।’

চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন,কোরবানির চামড়া মানুষ এতিমখানায় দেয়। এই চামড়া বিক্রি করে এতিমদের খরচ চালানো হয়। আজকে এতিমদের হক মারা হয়েছে। চামড়ার কোনো মূল্য নেই। পথে-ঘাটে চামড়া ফেলে দেওয়া হচ্ছে। চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইরকম অরাজকতা নৈরাজ্যের মধ্যে দেশ চলছে।ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না।

ঢাকা/সাওন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়