ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করবে জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করবে জাপা

জাতীয় পার্টির লোগো

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ১৫ আগস্ট বাঙালির জীবনে এক শোক বিধুর দিন। শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্নপূরণ করবো। 

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) গণমাধ‌্যমে পাঠানো একবাণীতে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এদিনে বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস‌্যদের নির্মমভাবে হত‌্যা করা হয়।  আমরা এই শোকাবহ দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একইসঙ্গে ১৯৭৫’র ১৫ আগস্ট কাল রাতে শহীদ সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

জাপা চেয়ারম‌্যান বলেন, ‘বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাকে সবার কাছে গ্রহণযোগ্য করেছে।  সবাই তাকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছে। তিনি ছিলেন সর্বস্তরের গণমানুষের অন্তরের নেতা ও সেই  অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরঅম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব।’

রাইজিংবিডি/নঈমুদ্দীন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়