ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিয়াউর রহমানকে নিয়ে বিষোদগার করছেন ক্ষমতাসীনরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জিয়াউর রহমানকে নিয়ে বিষোদগার করছেন ক্ষমতাসীনরা: রিজভী

রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব  রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যুক্ত করতে সরকার নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. এমাজউদ্দিন আহমেদের স্মরণে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এ দোয়ার আয়োজন করে।

রিজভী বলেন, '১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে আপনারা যে মামলা করেছিলেন সেই মামলাতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ছিল না। তিনি তো তখন ছিলেন সামরিক বাহিনীর দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি যিনি তার কোনো দায়-দায়িত্ব নেই?। বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান চালু করেছিলেন, এটাই ছিল তার অপরাধ। তিনি যদি বাকশালকে সাপোর্ট করতেন তাহলে এ ধরনের কোনো কথাই আসতো না।'

ড. এমাজ উদ্দিনের মৃত্যুতে সরকার শোকবাণী না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, প্রফেসর এমাজ উদ্দিনের ছাত্র শুধু বিএনপি নয় আওয়ামী লীগ এবং অন্যান্য দলে রয়েছেন। শোকবাণী না দিয়ে তারা কি বড় হয়েছেন, না তারা বড় হননি।তিনি তো রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে, সবার ওপরে তিনি ছিলেন শিক্ষক।এ অভিভাবকের ছোঁয়া যারা পেয়েছেন তারাই শুধু বলতে পারবেন তিনি কেমন মানুষ ছিলেন।

সাওন/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়