ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাকে রাজনীতিকীকরণ করেছে আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২০
‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাকে রাজনীতিকীকরণ করেছে আ.লীগ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২১ আগস্ট বোমা হামলা মামলাকে রাজনীতিকীকরণ করেছে। এতে স্পষ্টভাবে উপলব্ধি করা যায়, আওয়ামী সরকার প্রকৃত কুশীলবদের আড়াল করতে চেয়েছে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় পত্রিকায় এক নিবন্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে মিথ‌্যা তথ‌্য উপস্থাপনের জন‌্য ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যখন কোনোভাবে তা বিশ্বাসযাগ্য করা যায়নি, তখন এ বছর ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকীতে আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নতুন সুর তুলে বলেছেন, ২১ আগস্টে যে গ্রেনেড হামলা হলো তার দায় খালেদা জিয়া এড়াতে পারেন না। তথ্যমন্ত্রী হাসান মাহমুদও বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও। আওয়ামী লীগের এক মামলাবাজ অতিউৎসাহী হয়ে ৩ সেপ্টেম্বর গ্রেনেড হামলার পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করতে ছুটে যান আদালতে। আদালত তা নাকচ করে দেন। প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কথার ওপর ভিত্তি করেই সরকারের সুনজর পেতে মাহফুজ আনাম লিখে ফেললেন সেই মিথ্যাটিই।’

মাহফুজ আনামের উদ্দেশে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘২০০৯ সালের পিলখানা ট্র্যাজিডি, ত্বকি হত্যা, ফেলানীসহ সীমান্তে বাংলাদেশিদের হত্যা, তনু-মিতু-নুসরাতসহ পৈশাচিকভাবে অসংখ্য নারী ও শিশুকে হত্যা, সেভেন মার্ডার, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, রাজকোষ লুট, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে গত ১২ বছরে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার, ক্যাসিনো-কাণ্ড, পর্দা ও বালিশকাণ্ড, পাথর ও কয়লাকাণ্ড, কালা কানুনের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং  যে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এসবের সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত। অথচ এ ধরনের সত্য ঘটনা লেখা আপনার (মাহফুজ আনাম) কলম থেকে বের হয় না।’

ঢাকা/সাওন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়