ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যারা মিথ্যা ইতিহাস লিখেছে, তারাও খলনায়ক: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২০
যারা মিথ্যা ইতিহাস লিখেছে, তারাও খলনায়ক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মনগড়া ইতিহাস টিকে থাকে না। যারা মিথ্যা ইতিহাস লিখেছে, তারাও ইতিহাসের খলনায়ক।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আওয়ামী নাৎসিবাদের এক চরম চক্রান্তের বিকৃত প্রকাশ লক্ষ করছি। দেশমাতৃকার অন্যতম প্রধান লিবারেটর, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে বহুমাত্রিক কাল্পনিক, উদ্ভট আর বিকৃত মিথ্যাচার করেই তারা ক্ষান্ত হয়নি, বরং এখন তাদের সাংস্কৃতিক অঙ্গনের সাঙ্গ-পাঙ্গরা কুৎসিত মনোবৃত্তি নিয়ে মাঠে নেমেছে। কোনো অপপ্রচারই শহীদ জিয়ার বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করতে পারেনি।’

তিনি বলেন, ‘মান্নান হীরা নামের এক ব্যক্তি আওয়ামী লীগের নেকনজর পাওয়ার জন্য ‘ইনডেমনিটি’ নামে তথাকথিত একটি বিকৃত ইতিহাসের চটি নাটক লিখে জয় বাংলা ব্যানারে বা তাদের সাংস্কৃতিক জোটের নামে সারা দেশে মঞ্চায়ন করে বেড়াচ্ছে এক বছর যাবত। এখানে দেখানো হয়েছে, জিয়াউর রহমানের নির্দেশে নাকি ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর খন্দকার মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। এই নাটকে খুনি ও খল চরিত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এই নাটক নির্মাতাদের কত বড় স্পর্ধা যে, এ দেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে অসত্য ইতিহাস রচনা করে তা নাটক আকারে বিকৃতভাবে মঞ্চস্থ করেছে।‘

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়