ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা-৫ উপ-নির্বাচন: ১ অক্টোবর আনুষ্ঠানিক প্রচার শুরু করবে আ.লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা-৫ উপ-নির্বাচন: ১ অক্টোবর আনুষ্ঠানিক প্রচার শুরু করবে আ.লীগ

ঢাকা-৫ আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বলে জানিয়েছেন দলটির প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে আমরা আনুষ্ঠানিকভাবে ১ অক্টোবর প্রচার শুরু করব। এখন আমরা উঠান বৈঠক এবং প্রস্তুতি সভা করছি।’

নির্বাচনে জয়ের আশা ব‌্যক্ত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে, তাতে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ও জপ্রিয়তা অনেক গুণ বেড়েছে। তারা উন্নয়নের চাকা গতিশীল রাখতে চায়। এ এলাকার উন্নয়নে নৌকায় ভোট দেওয়া অব‌্যাহত রেখে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।’

এদিকে, মঙ্গলবার সন্ধ‌্যায় বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রচারণা অনুষ্ঠানে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি অভ‌্যন্তরীণ কোন্দলে জড়িয়ে এর দায় আওয়ামী লীগের ওপর দিতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘গত নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনে নির্বাচন করেছেন। এবার তিনি ঢাকা-৫ এ নির্বাচন করছেন। এ আসনে বিএনপি নেতা নবীউল্লাহ নবী প্রার্থী ছিলেন। এ নিয়ে তাদের মধ‌্যে দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের জের ধরে নিজেরা সংঘর্ষে জড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনে উপ-নির্বাচন হবে।

ঢাকা/পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়