ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নুরদের বিচার চেয়ে সেই শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৯ অক্টোবর ২০২০   আপডেট: ২২:৩৩, ৯ অক্টোবর ২০২০
নুরদের বিচার চেয়ে সেই শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক এবং তার সতীর্থদের বিরুদ্ধে ওঠা ‘ধর্ষণের বিচার’ চেয়ে ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।  

একইসঙ্গে বিভিন্নস্থানে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নারী নির্যাতনবিরোধী এক বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ বিচার চাই আমরা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলা করেছে। ১৮ দিন চলছে, অথচ ধর্ষণের মাস্টারমাইন্ডসহ সেই ধর্ষককে এখনো গ্রেপ্তার করা হয়নি। ’

এ সময় ছাত্রলীগের সব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবাই সজাগ থাকুন, পাহারা দিন। কোথাও কোনো ইভটিজিং ও ধর্ষণের ঘটনা যেন আর না ঘটে।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আবেদন করেছি যে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধী যেই হোক না কেন তাদের গ্রেপ্তার করুন। বিভিন্ন ঘটনায় অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটি ধর্ষিত হয়েছে, সে মামলার একজনও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বোন একটি মামলা করেছে। যেখানে একটি সংগঠনের শীর্ষ নেতাকে আমরা জড়িত থাকতে দেখেছি। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছি, ধর্ষক যে-ই হোক, আপনারা তাকে গ্রেপ্তার করুন।’

ধর্ষণের বিভিন্ন ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্ত নুর-মামুন কি ছাত্রলীগ করে? সাভারের ঘটনার হত্যাকারীরা কি ছাত্রলীগ করে? ফেনীতে এক নারীকে বিবস্ত্র করে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, তারা কি ছাত্রলীগ করে? তাহলে কেন ছাত্রলীগের প্রতি আপনাদের টার্গেট?’

শাহবাগের আন্দোলনকারীরা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় বলেও মন্তব্য করেন লেখক।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিদয় এবং দক্ষিণের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।

ঢাকা/পারভেজ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়