ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মহিলা পার্টির বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১০ অক্টোবর ২০২০  
ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মহিলা পার্টির বিক্ষোভ

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা পার্টির বিক্ষোভ সমাবেশ

দেশব‌্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় মহিলা পার্টি।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আকতার এমপির সভাপতিত্বে সমাবেশে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আমিনা হাসান, মহিলা পার্টির কেন্দ্রীয় নেতা অ‌্যাডভোকেট লাকী, রিতু নূর, মাহমুদা রহমান মুন্নি, শাহনাজ পারভীন, মনিকা আলম, আলেয়া বেগম, মিনি খান, মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরী, জেনাকী মুন্সি, ফাহমিদা আক্তার, কেয়া, ফরিদা ইয়াসমিন, রুমানা আক্তার শ্যামলী, মাহবুবা বেগম, শামীমা, হাছিনা ইমরান, লীজা, জোসনা আকতার, ফেরদৌসী বকুল, জোসনা আক্তার, সিমানা আমিন, লিপি ইসলাম, নাছরিন ইসলাম, লতা আরমান, তাবাসসুম বক্স মুমু প্রমুখ বক্তব‌্য রাখেন।

জাতীয় মহিলা পার্টির নেতারা বলেন, ‘পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করেছিলেন। ধর্ষণ বন্ধ করতে হলে সংশ্লিষ্ট আইনে মৃত‌্যুদণ্ডের বিধান রাখতে হবে।’

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়