ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ায় ছাত্রলীগের আনন্দ র‍্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১৩ অক্টোবর ২০২০  
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ায় ছাত্রলীগের আনন্দ র‍্যালি

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে র‍্যালি করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করায় নেত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের যে অনুরোধ ছিল তিনি তা রেখেছেন। ’

তিনি বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার জন্য সবার আগে মাঠে নামে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু কিছু অসৎ, নামসর্বস্ব ব্যক্তি, নামসর্বস্ব সংগঠন, ধর্ষকদের যারা সবসময় সাপোর্ট দেয়; তারা মিথ্যা বলে যে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেছে। সেটি কিন্তু সবাই জেনেছে যে, এই নাটকবাজদের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা। ’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান করায় সারাদেশে র‌্যালি করবে ছাত্রলীগ।

ঢাকা/ইয়ামিন/পারভেজ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়