ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুন, ইসিকে সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:২৩, ১৫ অক্টোবর ২০২০
সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুন, ইসিকে সালাহউদ্দিন

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ (ফাইল ফটো)

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার পোলিং এজেন্ট ও দলীয় নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তারা যেন বাড়িতে থাকতে না পারে, সেজন্য ভয় দেখাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। গত রাতেও কদমতলী থানাধীন বিভিন্ন এলাকায় গিয়ে এই সন্ত্রাসী বাহিনী নানা অপকর্ম করছে। এতে বোঝা যায়, তারা সুষ্ঠু নির্বাচন চায় না। তারা সন্ত্রাসের মাধ্যমে আসন দখল করতে চায়।’

তিনি ঢাকা-৫ আসনের ভোটার, পোলিং এজেন্ট, প্রধান নির্বাচনী এজেন্ট ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসির কাছে দাবি জানান।

নির্বাচনী প্রচারণায় সহযোগিতার জন্য গণমাধ‌্যমকে ধন্যবাদ জানান সালাহউদ্দিন আহমেদ। আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়