ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৬ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২০, ১৬ অক্টোবর ২০২০
রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল তার এনজিওগ্রাম করা হয়েছে। আজ শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। তবে তার শরীর খুব দুর্বল ৷ পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।’

গতকাল (১৫ অক্টোবর) ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রফেসর সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. আব্দুস জাহেদ ও ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে রিজভী আহমদের এনজিওগ্রাম করা হয়। তার হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি অপসারণ করা হয়েছে।

উল্লেখ‌্য, গত ১৩ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠান শেষে তিনি অসুস্থ বোধ করেন। তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়