ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেনীতে লংমার্চে হামলার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৭ অক্টোবর ২০২০  
ফেনীতে লংমার্চে হামলার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার (১৭ অক্টোবর) ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ফয়জুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকালে ফেনী শহীদ মিনারে সমাবেশ চলাকালে গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের মারধরের শিকার হন ছাত্র ইউনিয়নের এক কর্মী। সমাবেশ শেষে লংমার্চে অংশগ্রহণকারীরা বাসের দিকে এগোতে থাকলে দুই দফায় হামলা করেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। বাসে ওঠার পর পুলিশের উপস্থিতিতে আবারও হামলা চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লংমার্চে চার দফা হামলায় আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদাত মাহমুদ, সহ-সভাপতি জাওয়াদুল ইসলাম, খিলগাঁও থানা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমা, কবি নজরুল কলেজের সাংগঠনিক সম্পাদক প্রীজম ফকির, সূত্রাপুর থানা ছাত্র ইউনিয়নের নেতা আসমা, লালবাগ থানার নেতা মাহমুদা দীপা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমাদ্রী শিখর নন্দী, ঢাকা মহানগরের কর্মী ফাহমিদা ও আনিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী নিজামুদ্দিন হৃদয়, মাঈনউদ্দিন ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।

এ ঘটনায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ফেনীতে লংমার্চে হামলা ধর্ষণের পক্ষে সরকার ও পুলিশের অবস্থান আরো পরিষ্কার করেছে।’

লংমার্চে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্র ইউনিয়ন। এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায় রাইজিংবিডিকে বলেছেন, ‘কর্মসূচির বিস্তারিত আজ সন্ধ্যার পর চূড়ান্ত হবে।’

ঢাকা/হাসনাত/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়