ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা আছে: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:২৫, ২১ অক্টোবর ২০২০
নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা আছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা আছে। নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায় না। তাই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ নির্বাচন জাতীয় পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমূল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।

তিনি বলেন, ‘৯১ সালের পরের সরকারগুলোর শাসনামলে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে সাধারণ মানুষ বিরক্ত। কিন্তু জাতীয় পার্টির শাসনামলে আইনের শাসন ছিল, সুশাসন ছিল সমাজের সব জায়গায়। তাই সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি।’ 

নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, আহাদ চৌধুরী শাহীন, পেশাজীবী সমাজ আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, পেশাজীবী নেতা শাহাদৎ হোসেন, ডা. জাফর, ডা. ফাহিম, ডা. আফজাল, প্রিয়াংকা মুকুল বক্তব্য রাখেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, পল্লীবন্ধুর উন্নয়ন ও সুশাসনই জাতীয় পার্টির রাজনীতির ভিত্তি। তাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি তরুণ সমাজের সামনে তুলে ধরে সংগঠিত করতে হবে। কারণ, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আবু তৈয়ব, ডা. কাফিল উদ্দিন, মাওলানা আহসান হাবীব পারভেজ, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, আবুল কালাম, জসীম উদ্দিন, ওসমান গণি, নুরুল আমিন, অধ্যাপক ডা. এনামুল হক, শাহরিয়ার আলম, হানিফ, রুহুল কাদের মানিক, আব্দুল করিম, হেদায়তুর রহমান, আব্দুল মোনাফ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম।

রাইজিংবিডি/নঈমুদ্দীন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়