Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৪ রবিউস সানি ১৪৪৩

নৌ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২১ অক্টোবর ২০২০  
নৌ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান

নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে নৌযান মালিক সমিতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘নৌ ধর্মঘটের ফলে পণ্য পরিবহনে অচলাবস্থা ও বিপর্যয় দেখা দিয়েছে। ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি যৌক্তিক ও গণতান্ত্রিক। তাদের দাবি পূরণে আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, সামাজিক নিরাপত্তা, নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, খাবারের ব্যবস্থা, নৌপথে ডাকাতি-সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে সঠিকভাবে বয়া স্থাপন, পরীক্ষা বোর্ডে দুর্নীতি বন্ধ, মেরিন কোর্টে হয়রানি বন্ধের যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে নৌ শ্রমিকরা আন্দোলন করছে। অথচ এ পর্যন্ত নৌযান মালিক সমিতি ও সরকার এসব ব্যাপরে উপযুক্ত পদক্ষেপ নেয়নি।’

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়