RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

ফরাসি দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ অক্টোবর ২০২০  
ফরাসি দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদের (সা.) ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২৬ অক্টোবর) দলের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফরাসি দূতাবাসের উদ্দেশে গণমিছিল শুরু করবে ইসলামী আন্দোলন। সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এতে নেতৃত্বে দেবেন। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত করা হবে।

ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের ঢাকা নগর দক্ষিণ কমিটির সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া ও উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়