ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই আসনেই প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:১৭, ২৮ অক্টোবর ২০২০
দুই আসনেই প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে: বিএনপি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে নির্বাচনী এলাকায় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও রফিকুল ইসলামসহ ইসির শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় ইসির কাছে, প্রচারণায় বাধা, পুলিশের অসহযোগিতা ও আওয়ামী লীগ প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করে বিএনপি।

উপদেষ্টা আব্দুস সালাম বলেন, স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি।

তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ঢাকা/হাসিবুল/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়