ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাহাঙ্গীরের অভিযোগ নাকচ করলেন হাবিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৪৭, ১২ নভেম্বর ২০২০
জাহাঙ্গীরের অভিযোগ নাকচ করলেন হাবিব

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান

ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) হাবিব হাসান। 

ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট প্রবেশ করতে না দেওয়া, এজেন্ট প্রবেশ করলে বের করে দেওয়া, বিএনপি সমর্থিত ভোটারদের কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া– জাহাঙ্গীর এমন অভিযোগের সত্যতা কোথাও দেখেননি বলে মন্তব্য করেছেন হাবিব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন ক্ষমতাসীন দলের প্রার্থী হাবিব হাসান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

হাবিব বলেন, কোথাও এমন পরিস্থিতি হতে দেখেনি আমি। আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনারাই এর ভালো জবাব দিতে পারবেন, আপনারা দেখছেন। বিএনপি সবসময়ই অভিযোগ করে। 

বহিরাগত লোকজন এনে আওয়ামী লীগ কর্মী সমাবেশ করেছে- জাহাঙ্গীরের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবিব বলেন, আমাদের সঙ্গে জনগণ রয়েছে, বহিরাগতদের দরকার নাই। বরং এটা তাদের দরকার। তারাই বহিরাগত লোকজন এনে এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করেছে। ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতিও ভালো। সময় বাড়লে আরও ভোটার বাড়বে। 

প্রসঙ্গত, বিগত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা/হাসিবুল/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়